শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায়,তাহলে গৃহস্থের অন্দরে অশুভ, শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে।শঙ্খ ফলে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে যায়। শঙ্খ কিন্ত তিনবার বাজানো হয়। কিন্তু কেনো।
শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত।তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়।এর কারণ , তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা, আমন্ত্রিত হন।শঙ্খ কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে নিমন্ত্রণ পাঠানো হয় দানব বা অসুরকে।
শঙ্খ তিনবারের বেশি বাজানো উচিত নয় কেন
সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে “বলি অসুর” কে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্ত করেছিল।তাই,, তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু, ব্রহ্মার পাশাপাশি আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। শঙ্খ দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফল, স্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এইসব দেবতাদের অভিশাপশঙ্খ।
তাই, শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে।