পুরানে কল্কি সম্মন্ধে কি বলা হয়েছে

বিভিন্ন পুরানে কল্কি সম্মন্ধে কি বলা হয়েছে | কল্কি অবতার এর কার্যাবলী |
কল্কিপুরাণ, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, মহাভারত, অগ্নিপুরান, পদ্মপুরাণ, লিঙ্গ পুরান, বায়ু পুরান এবং ব্রম্মান্ধ পুরানের বর্ণনায় দেখা যায় যে, কল্কি সমগ্র বিশ্বে বিচরণ করবেন। তারপর বত্রিশ বছর বয়সে তিনি তার অভিযান আরম্ভ করবেন এবং বিশ বছর সমগ্র পৃথিবী পরিভ্রমণ করবেন। তিনি তার সাথে অশ্ব, রথ, হস্তি এবং শুদ্ধ ব্রাম্মন দের হাতে অস্ত্র সমন্নিত সৈন্যবহর দারা বেষ্টিত থাকবেন। পাপিরাজারা ও দুষ্টু অসুরেরা তার সাথে যুদ্ধ করতে এলেও তিনি সব পাষণ্ডদের হত্যা করবেন।

তিনি গঙ্গা ও যমুনার মাঝ স্থানে তার মন্ত্রী এবং অনুগামীদের নিয়ে বিশ্রাম করবেন। তিনি কেবল কতিপয় বাক্তিদের পৃথিবীর বিভিন্ন স্থানে রেখে যাবেন। তারাই হবে পরবর্তী প্রজন্মের বীজসরুপ। তারপর যখন ভগবান কল্কি পরবর্তী যুগের মার্গ তৈরী করে যাবেন তা পরবতী সত্যযুগের সূচনা করবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top